শিরোনাম
নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৩
নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর জেলা পর্যায়ের দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নড়াইলের আয়োজনে নড়াইল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এপ্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।


উদ্বোধনী প্রথম খেলায় বালক গ্রুপে লোহাগড়ার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-নড়াইল সদরের জঙ্গলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং বালিকা গ্রুপে নড়াইল সদরের বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়-কালিয়ার পশ্চিম কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোকাবেলা অংশ গ্রহণ করে। এ প্রতিযোগিতায় জেলার তিন উপজেলা থেকে বিজয়ী বঙ্গবন্ধু গোল্ডকাপে (বালক) তিনটি ও বঙ্গমাতা গোল্ডকাপে (বালিকা) তিনটি দল অংশ গ্রহণ করছে।


জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, সরকারি কর্মকর্তা, জেলা-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-খেলোয়াড়গণ এ সময় উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com