কুষ্টিয়ার ডবল মার্ডারের যাবজ্জীবন কারাদণ্ডের পলাতক আসামি ওয়াসিম রেজা (৪৩) কে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের শালিমপুর গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ও র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর র্যাব ক্যাম্পের যৌথ আভিযানিক দল রবিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর দত্তপাড়া গ্রামে অভিযান চালায়।
এসময় ডবল মার্ডারের যাবজ্জীবন কারাদণ্ড ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ওয়াসিম রেজাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর থানায় ২০০৯ সালের ২৩ আগস্ট দায়ের করা হত্যা মামলা যার নং-১৩ এবং দৌলতপুর থানায় ২০০৯ সালের ২ ডিসেম্বর দায়ের করা হত্যা মামলা যার নং-১ এর যাবজ্জীবন কারাদণ্ড ও পৃথক হত্যা মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড রয়েছে।
এছাড়াও সে দৌলতপুর থানায় ২০১৯ সালের ৪ অক্টোবর মাদক আইনে দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিল। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ১৮ সেপ্টেম্বর, সোমবার দুপুরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র্যাব।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]