শিরোনাম
সাঁতার শেখার সময় বাবার হাত ফসকে ছেলের মৃত্যু
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৭
সাঁতার শেখার সময় বাবার হাত ফসকে ছেলের মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুর পৌর শহরের মোবারকপুর কইনেপাড়া মহল্লার মৃগী নদীতে সাঁতার শেখানোর সময় বাবার হাত থেকে ফসকে গিয়ে পানিতে ডুবে কাজল নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কাজল মোবারকপুর কইনেপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। কাজল এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রীবরদী সরকারি কলেজে ভর্তির জন্য মনোনীত হয়।


বাবার ইচ্ছা ছিল কাজলকে সেনাবাহিনীর চাকরি করাবে। এ বিষয়ে অনেকের পরামর্শ ছিল, সেনাবাহিনীতে চান্স পেতে হলে কাজলকে সাঁতার শিখতে হবে। তাই রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তার বাবা আব্দুল কুদ্দুস নিজে ছেলে কাজলকে বাড়ির পাশের মৃগী নদীতে সাঁতার শেখাতে নিয়ে যান।


সাঁতার শেখার একপর্যায়ে হঠাৎ করেই কাজল বাবার হাত থেকে ফসকে গিয়ে পানিতে নিমজ্জিত হয়। এসময় বাবাও তাকে বাচাঁনোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ডাক-চিৎকার শুরু করেন। স্থানীয় লোকজনের সহায়তায় কাজলকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে কাজলের মৃত্যু হয়।


পরে পরিবারের পক্ষ থেকে কাজলের মরদেহ বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য শেরপুর সদর থানায় আবেদন করা হয়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com