
জামালপুরের সদর উপজেলায় বাবার মৃত্যুর ১ ঘণ্টা পর মারা যান ছেলে। বাবা ও ছেলের একসঙ্গে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর, রবিবার ভোরে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে সজোঁকা ব্যাপারী পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত বাবা আহাদ আলী ব্যাপারী (৬৫) ও ছেলে মন্টু ব্যাপারী (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৫টার দিকে ফজরের নামাজ পড়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন আহাদ আলী ব্যাপারী। পরে আহাদ আলী ব্যাপারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সিএনজি ও অটোরিকশা খোঁজাখুঁজি করতে থাকেন ছেলে মন্টু ব্যাপারী। এরপর সিএনজি খুঁজে বাড়িতে নিয়ে আসলে জানতে পারেন বাবা আহাদ আলী মারা গেছেন। বাবার মৃত্যুর খবর জানতে পেরে ছেলে মন্টু হার্ট অ্যাটাক করেন। হার্ট অ্যাটাকের কিছুক্ষণ পরে ছেলে মন্টুও মারা যান।
ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আনসার আলী বলেন, বাবা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুজনের পাশাপাশি কবরে দাফন সম্পন্ন হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]