গাইবান্ধায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২২
গাইবান্ধায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে।এবারের মেলার প্রতিপাদ্য ছিল ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’।


১৭ সেপ্টেম্বর, রবিবার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পৌর পার্কে থেকে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে।


কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বিভিন্ন বিভাগীয় দপ্তর ও ইউনিয়ন পরিষদের উন্নয়ন মূলক কর্মকাণ্ড প্রচারের লক্ষ্যে স্টল স্থাপন সহ অন্যান্য কর্মসূচি।


এই উন্নয়ন মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।


এসময় উপস্থিত ছিলেন– স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরীফুল আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরোয়ার কবীর, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসানসহ অনেকেই। এর আগে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


বিবার্তা/আনোয়ার/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com