'অপরাধ দমনে প্রতিটি ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে হবে'
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৫
'অপরাধ দমনে প্রতিটি ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে হবে'
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, ডিজিটাল হতে স্মার্ট অতঃপর ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়তে পুলিশকে আরো অধিক সচেতন এবং কার্যকর হতে হবে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০১৩-১৪ সালের ন্যায় যেকোনো নৈরাজ্য প্রতিরোধে গাইবান্ধা জেলা পুলিশ সবসময় প্রস্তুত। সেদিনের (২০১৩) এবং এদিনের (২০২৩) পুলিশ এক নয় তা নৈরাজ্য সৃষ্টিকারীদের বুঝতে ও অনুধাবন করতে হবে।


গাইবান্ধার পলাশবাড়ীতে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং হলরুমে ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পুলিশ সুপার বলেন, পুলিশের একার পক্ষে সমাজের যত অন্যায়-অনাচার, দমন-প্রতিরোধ সম্ভব নয়। ঘর-ঘর তথা প্রতিটি পরিবার হতে স্বতঃস্ফুর্তভাবে অপরাধ দমনে এগিয়ে আসতে হবে। জেনে রাখবেন একটি মামলা পরবর্তীতে আরো কয়েকটি মামলার জন্ম দেয়। এজন্য যেন-তেন মামলা রজু হতে বিরত থাকার কোন বিকল্প নেই। স্বাভাবিক একটি মামলা বিচারকার্য শেষ হতে সরকারের প্রায় আড়াই লাখ টাকা ব্যয় হয়।


শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন-এর সভাপতিত্বে সভায় বিশেষ আমন্ত্রিত অতিথির শুভেচ্ছা বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী আসনের সাংসদ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।


অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইবনে মিজান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা আওয়া লীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ নুর-ই-আলম সিদ্দিকী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবু তালেব সরকার তারা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মোটর শ্রমিক সভাপতি আব্দুস সোবাহান মন্ডল বিচ্চু, প্যানেল মেয়র আসাদুজ্জামান শেখ ফরিদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি দীলিপ চন্দ্র সাহা, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পলাশবাড়ী প্রেস ক্লাব মনজুর কাদির মুকুল।


এসময় থানা ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) দীবাকর অধিকারী।


বিবার্তা/আঃ খালেক/এমজে


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com