দৌলতপুরের বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ে যুবলীগের পথসভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৪
দৌলতপুরের বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ে যুবলীগের পথসভা অনুষ্ঠিত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ে পথসভা করেছেন উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।


১৫ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যা ৭টায় হোগলবাড়িয়া ইউনিয়নের বিসিকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাসান মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।


প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সভাপতি টোকেন চৌধুরী বলেন, আগামী দুই মাসের মধ্যে সর্বাত্মক সহযোগিতা চাইব, সহযোগিতা করার জন্য আপনাদের যেন প্রস্তুতি থাকে। বিসিকের প্রতিটা লোক আমার আত্মীয়। বাচ্চু মোল্লার (উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য) বিরুদ্ধে আমাদের বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে আমাদের বিজয় সুনিশ্চিত।


এসময় তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ থাকলে কারোর ক্ষমতা নাই আমাদের বিজয় ছিনিয়ে নেয়ার।


পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহীদুল ইসলাম হালসানা, খলিসাকুন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, বোয়ালীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউল ইসলাম বিশ্বাস, রেফাইতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিরুল ইসলাম বাবু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক প্রভাষক স্বপন আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন কবিরাজ।


এসময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সাইদুল ইসলাম মেম্বার, রেফাইতপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর মেম্বার, আব্দুল মজিদ, আমিন মেম্বার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আব্দুল্লাহ হেল মাসুদ সুইট, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ বিন জোহানী তুহিন, আমান উল্লাহ আমান, জেলা ছাত্রলীগের ত্রাণ সম্পাদক রাজ আহমেদ বাদশাহ, যুবলীগ নেতা তরিকুল ইসলাম সোহাগ প্রমুখ।


বিবার্তা/তুহিন/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com