
ভোলার লালমোহনে কার্গো জাহাজের ধাক্কায় একটি জেলে ট্রলার ডুবির ঘটনায় মো. জিহাদ (১৬) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জেলে আহত হয়েছেন।
১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভোরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নাজিরপুর ঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ দুর্ঘটনা
ঘটে।
নিহত জিহাদ লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বদরপুর গ্রামের সাজ্জল বাড়ির মো. শাহাজানের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে বদরপুর গ্রামের দিলু মাঝির নেতৃত্বে জিহাদসহ মোট ৫ জন জেলে তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে যান। বৃহস্পতিবার ভোরে তারা নাজিরপুর লঞ্চঘাট ও মৎস্যঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে মাছ ধরছিলেন। ওই সময় একটি দ্রুতগামী কার্গো জাহাজ এসে তাদের ট্রলারটিকে ধাক্কায় দেয়। এতে সব জেলেরা নদীতে পরে যায়। পরে জেলেদের চিৎকারে স্থানীয় জেলেরা ছুটে এসে ৪ জনকে আহত অবস্থায় ও জিহাদকে মৃত অবস্থায় উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
লালমোহন থানার ওসি তদন্ত মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়টি পুলিশ তদন্ত করছেন।
বিবার্তা/কামরুজ্জামান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]