ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৯
ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী এর যৌথ উদ্যোগে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


১৩ সেপ্টেম্বর, বুধবার সকালে অভিযান পরিচালনাকালে নয়া টেস্ট পেস্ট্রি শপ, পোস্ট অফিস রোড, ঈশ্বরদী, পাবনা এর উৎপাদিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ না করে মিথ্যা তথ্য প্রদান করায় নামের প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


ভাটাপাড়া, ঈশ্বরদী, পাবনা এলাকার মেসার্স স্বচ্ছ ফুড এন্ড বেভারেজ লিমিটেড নামের প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে গুণগত মান সনদ গ্রহণ না করে সফট ড্রিংক পাউডার ( ব্রান্ড. ইনো) ও সরিষার তেল পণ্যের প্যাকেটে মানচিহ্ন ব্যবহার করায় বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।


একই সাথে ১৮৬ কার্টুন অবৈধ সফট ড্রিংক পাউডার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


টি. এম রাহাসিন কবির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঈশ্বরদী, পাবনার নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী দায়িত্ব পালন করেন।


বিবার্তা/পলাশ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com