নরসিংদী সিভিল সার্জন অফিসে বিশ্ব মাতৃদুগ্ধ আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৯
নরসিংদী সিভিল সার্জন অফিসে বিশ্ব মাতৃদুগ্ধ আইন বিষয়ক  কর্মশালা অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারিতা এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ বিধি ২০১৭ বিষয়ক অবহিতকরন কর্মশালা সোমবার (১১ সেপ্টেম্বর) নরসিংদী সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে দুপুর ২ ঘটিকায় অনুষ্ঠিত হয়।


জনস্বাস্থ্য পুষ্ঠি প্রতিষ্ঠান (আইপি এইচ এন) মহাখালি এর বাস্তবায়নে ও নরসিংদী সিভিল সার্জন কার্যালয় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন নরসিংদী সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইপি এইচ এন এর উপ-পরিচালক (মা ও শিশু স্বাস্থ্য) ডাঃ মাহমুদুল বাশার। কর্মশালায় মাতৃদুগ্ধ আইন, মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারিতা এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ বিধি ২০১৭ এর উপর মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন আইপি এইচ এন এর উপ-পরিচালক ডাঃ দেবাশীষ রায়।


অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর, নরসিংদীর উপ-পরিচালক সেলিনা আক্তার, রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম, নরসিংদী সদর হাসপাতাল এর গাইনি কনসালটেন্ট ডাঃ মাহমুদা আক্তার। উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু কাউছার সুমন, নরসিংদী সদর হাসপাতাল এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল বাশার কমল।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com