ভোলায় ঢালাই মেশিনসহ নসিমন উল্টে মো. আল আমিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ শ্রমিক।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ভোলার দৌলতখান উপজেলার ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শিবপুর গ্রামের শরীফ সর্দার বাড়ির মো. রুহুল আমিনের ছেলে।
আহতরা হলেন-মঞ্জুর আলম, আজিজ, মো. বাবুল, নুরউদ্দিন ও আব্দুল।
তাদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে।
স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, ঢালাই মেশিনসহ একটি নসিমন নিয়ে শিবপুর থেকে দৌলতখান উপজেলার দলি খায়েরহাট যাচ্ছিলেন ১০-১২ জন শ্রমিক। বাংলাবাজার ব্রিজ এলাকায় পৌঁছলে নসিমনটি উল্টে ৬ শ্রমিক গুরুতর আহত হন। পরে স্থানীয়দের তাদেরকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে আল আমিন নামের এক শ্রমিকের মৃত্যু হয়। এছাড়াও ২ শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। বাকী ৩ শ্রমিককে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবার্তা/শাহিন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]