গাইবান্ধায় পুনাকের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৯
গাইবান্ধায় পুনাকের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাইবান্ধার উদ্যোগে এসএসসি পরীক্ষা-২০২৩ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ এবং বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।


রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিলশেডে শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।


পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী মাহবুবা আক্তারের সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহান) হেলাল উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) মো. ইব্রাহিম হোসেন ছাড়াও টিআই প্রশাসন, টিআই মোটরযান শাখা ও আরআই (পুলিশ লাইন্স)সহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মো. কামাল হোসেন উপস্থিত মেধাবী শিক্ষার্র্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।


২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিগত বছরগুলির তুলনায় এবছর সবচেয়ে ভালো ফলাফল করার কারণে শিক্ষার্থী এবং শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলকে অভিনন্দন জানান। তিনি সন্তানদের উপর কোনো কিছু চাপিয়ে না দিয়ে তাদের স্বকীয়তা ও স্বতঃস্ফূর্ততার উপর অভিভাবকদের গুরুত্ব দেয়ার আহবান জানান। তারা যেন মাদকের সাথে জড়িত না হয় সে ব্যাপারে বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানান।


অনুষ্ঠানে গাইবান্ধা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে প্রধান অতিথি ও পুনাক সভানেত্রী সকল কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করেন। শেষে পুনাক সভানেত্রী গাইবান্ধা পুলিশ লাইন্স-এর বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করেন।


বিবার্তা/আঃ খালেক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com