
সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশের অভিযানে ২৮ বস্তা ভারতীয় চিনিসহ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোহাম্মদ আলী (৫৪) ও মো. সুলতান মিয়া (৫৩) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটায় ধর্মপাশা বাজারস্থ সোনালি ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ আলী (৫৪) উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত সাদত আলীর ছেলে এবং মো. সুলতান মিয়া (৫৩) একই উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আব্দুস ছোবহান তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদের নেতৃত্বে এসআই মো. আব্দুস সবুর ও এএসআই মো. ইমরান আহমেদ থানা এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করার সময় মোহাম্মদ আলী ও তার সহযোগী সুলতান মিয়া বাদশাগঞ্জ বাজার থেকে হ্যান্ডট্রলি করে ভারতীয় ২৮ বস্তা অবৈধ চিনি ধর্মপাশা বাজার হয়ে অন্যত্র নিয়ে যাচ্ছিল। তারা পথিমধ্যে ধর্মপাশা সোনালি ব্যাংকের সামনে আসলে তাদেরকে গ্রেফতার ও হ্যান্ডট্রলি জব্দ করা হয়।
জব্দকৃত হ্যান্ডট্রলি তল্লাশি করে ১ হাজার ৩ শত ২৫ কেজি (২৮ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫৯ হাজার টাকা ।
এসআই মো. আব্দুস সবুর জানান, গ্রেফতারকৃতরা জব্দকৃত ভারতীয় চিনির আমদানি সংক্রান্ত বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারে নাই। চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে ধর্মপাশা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/শহীদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]