শিরোনাম
ভালুকায় দুই কোচিং সেন্টারে জরিমানা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৩
ভালুকায় দুই কোচিং সেন্টারে জরিমানা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ভালুকায় দুটি কোচিং সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী (ভূমি) সোমাইয়া আক্তার।


৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের প্রতিফলন কোচিং সেন্টার ও ৬নং ওয়ার্ডের প্রতিশ্রুতি কোচিং সেন্টারকে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এসময় এইচএসসি পরীক্ষাকালীন সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোচিং পরিচালনা করায় সরকারি নির্দেশনা মাফিক দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ কোচিং সেন্টার বন্ধ রাখা হয়। কিন্তু সরকারি নির্দেশ অমান্য করে ওই দুটি কোচিং সেন্টারসহ বেশ কয়েকটি কোচিং সেন্টারে উপেক্ষা করে শিক্ষার্থীদের কোচিং করানোর অভিযোগ রয়েছে।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার জানান, সরকারি আদেশ অমান্য করায় প্রতিফলন কোচিং সেন্টারের পরিচালক মো. মোক্তার হোসেনের কাছ থেকে ১০,০০০ হাজার ও প্রতিশ্রুতি কোচিং সেন্টারের ১০,০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


বিবার্তা/সাজ্জাদুল/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com