
সুনামগঞ্জের মধ্যনগরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ১৫ বছরের উন্নয়ন ও অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর, বুধবার বিকাল ২টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ মিনার প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এহসান তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ফারুকীর সঞ্চালনায় বক্তব্য দেন স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম শামীম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন , ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু প্রমুখ।
বিবার্তা/শহীদুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]