কুড়িগ্রামে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৮
কুড়িগ্রামে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে আলোচনা সভা, শোভাযাত্রা ও পুজা অর্চনার মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।


এ উপলক্ষে বাজার কালীমন্দির চত্বরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ এর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের সহকারি প্রকল্প পরিচালক মেঘলা চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকার, বীর মুক্তিযোদ্ধা অসীম কুমার সরকার প্রমূখ।


বক্তারা দুষ্টের দমন, শিষ্টের পালন অনুসরণ করে দেশ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠা কল্পে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে আলোচনা করেন।


পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।


বিবার্তা/বিপ্লব/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com