ঢাকার ধামরাইয়ে একটি ওষুধ তৈরি কারখানায় নতুন ভবনের নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার এ্যাকমি ল্যাবরেটরিজ নামে ওষুধ কারখানার অভ্যন্তরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাইবান্ধা সদর থানার ইজাতপুর নারিকেলতলা গ্রামের জহিরুল ইসলামের ছেলে মোমিন (৩৫) ও একই এলাকার তওলাশের ছেলে সালাম (৩৮)। তারা ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ধামরাই থানার এসআই রবিউল ইসলাম জানান, ওষুধ তৈরির কারখানার অভ্যন্তরে নতুন ভবনের পাইলিংয়ের কাজ করছিল কয়েকজন শ্রমিক। এসময় মাটির নিচে থাকা বৈদ্যুতিক তারে মোমিন ও সালাম নামে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মরদেহ দুটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করার কাজ চলছে।
অপরদিকে পৃথক ঘটনায় সাভারে আরো তিন ব্যক্তির মৃত্য হয়েছে। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
বিবার্তা/বাশার/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]