শিরোনাম
ইসলামপুর কুলকান্দি মুজিব কিল্লা নির্মাণ কাজে তদারকির দায়িত্ব অবহেলার অভিযোগ
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৩
ইসলামপুর কুলকান্দি মুজিব কিল্লা নির্মাণ কাজে তদারকির দায়িত্ব অবহেলার অভিযোগ
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের ইসলামপুরের কুলকান্দি হেদায়েতিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মুজিব কিল্লা নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়ম ও কাজের তদারকি দায়িত্ব প্রাপ্তদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে।


জানা গেছে. ‍মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নে ছয় কোটি আটানব্বই লক্ষ পয়তাল্লিশ হাজার টাকা চুক্তি মূল্যে ব্যয়ে জিওবি প্রকল্পের অর্থায়নে ৮৭৫পশ্চিম মেড্ডা, ব্রক্ষণবাড়িয়া এমএনবি-এমপিএস (জেভি) নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ইসলামপুর উপজেলার কুলকান্দি হেদায়েতিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মুজিব কিল্লা নির্মাণ কাজ করছে কিন্তু মূল ঠিকাদারী প্রতিষ্ঠানটি নিজে কাজ না করে হাত বদল হয়ে জাতির পিতা নামে গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজটি স্থানীয় একটি সুবিধাভোগী চক্রের মাধ্যমে করায় ভবনের কাজ চলছে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে।


মাদরাসা শিক্ষকমণ্ডলীসহ স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজের তদারকি দায়িত্বে যারা রয়েছেন তারা মাঝে মধ্যে আসেন এই সুযোগে নিম্নমানের কাজ হয়। কাজ শুরু হতেই অনিয়ম চলছে।


কাজের মূল ঠিকাদারী প্রতিষ্ঠানের কাউকে দেখেনি এলাকাবাসী এবং নির্মাণ কাজে সঠিক তদারকির দায়িত্বে কেউ না থাকায় এই অনিয়ম হচ্ছে। সাইড ডেভেলপমেন্ট মাটির কাজ ধরার কথা থাকলেও কোন মাটি নেই। ভিটিসহ চারিদিকে বালুর উপর চলছে ভবনে কাজ।


যমুনা থেকে অবৈধভাবে ভাবে উত্তোলন করা মাঠ ভরাটের বালু দিয়ে ভবন নির্মাণের কাজসহ নিম্নমানের ইটের খোয়া ও অন্যান্য নির্মাণ ব্যবহার সামগ্রী ব্যবহার করা হচ্ছে। পাইলের ভিতরে রড পরিমাপ মত না দিয়ে সর্ট দেওয়া হয়েছে। মোটা লাল বালু দিয়ে কাজ করা কথা থাকলেও মাঠ ভরাটের বালু দিয়ে বেইস ঢালাইসহ নির্মাণাধীন ভবনের কাজ করা হয়েছে।


এ ব্যাপারে মুজিব কিল্লা তদারকি দায়িত্বে জামালপুরের উপ-সহকারী প্রকৌশলী মাসুম এর সাথে কথা হলে তিনি জানান, কাজে কোন অনিয়ম হয়নি।আমি যেই দিন সাইডে যেতে পারিনা, পিআইও অফিস থেকে লোক যায়।


মুজিব কিল্লা প্রকল্পের ঢাকা অফিসে দায়িত্ব প্রাপ্ত প্রকৌশলী মমিনুর রহমান সম্প্রতি অনিয়মের খবরে নির্মাণ কাজ পরিদর্শনে এসে নির্মাণ কাজে অনিয়ম ও ঘাটতি রয়েছে দেখে তা সংশোধন করার জন্য ভুল হওয়া কাজ ঢালাই বন্ধ রেখে ক্যাপ বেঁধে কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল এবং অনিয়ম পুনরায় হলে প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার কথাও বলছেন। কিন্তু তার পরেও আগের মতই অনিয়মে চলছে মুজিব কিল্লার নির্মাণ কাজ।


এব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কাজ করা আব্দুল বাতেন নামে এক জনের সাথে কথা হলে তিনি জানান, আপনারা ঠিকাদার খুঁজছেন আমি ঠিকাদারের হয়ে কাজ করছি মুজিব কিল্লা কাজ ঠিক ঠাক ভাবেই চলছে। স্থানীয়দের অভিযোগ সঠিক নয়।


৭৫০০বর্গ কিলোমিটার আয়তনের মুজিব কিল্লার সাইড ডেভেলপমেন্ট (মাটির কাজ), প্রেটেকশন সিসিব্লক, একটি বড় প্রাণী সম্পদ রাখার শেড, ১টি তিনতলা বিশিষ্ট শেল্টার ভবন নির্মাণ হবে।


যেহেতু মুজিব কিল্লা সুবিধা কুলকান্দি হেদায়েতিয়া সিনিয়র আলিম মাদরাসা ও এলাকাবাসী প্রকৃতিক দুর্যোগ সময় ভোগ করবে তাই ঠিকাদারসহ প্রশাসনের প্রতি মুজিব কিল্লা নির্মাণ কাজ গুণগত মান বজায় ও যেন টেকসই উন্নয়ন কাজ হয় এই দাবি স্থানীয়দের সচেতন মহলের।


বিবার্তা/ওসমান/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com