সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রউফ (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
৫ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকাল ৪টার দিকে নগরীর বন্দরবাজারের লালবাজারে অবস্থিত আজাদ বোর্ডিং থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রউফ সিলেটের ওসমানী নগরের কুরুয়া বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুর রউফ সোমবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আজাদ বোর্ডিংয়ের একটি কক্ষ ভাড়া নেনে। মঙ্গলবার বিকেল পর্যন্ত কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উলঙ্গ অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহের পাশে অনেকগুলো তাবিজ ও ওষুধ পাওয়া গেছে।
পরে লাশের প্রাথমিক সুরাতল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/ফয়সাল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]