
বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন,‘দেশে আবারও ’৭৪ এর দুর্ভিক্ষ চলছে। মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। কোন মতে ২দিন পর এক বেলা খাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এতোই বাড়ছে যে দেশের সাধারণ মানুষ তা কিনতে পারছেন না। মানুষের পকেটে টাকা নেই। কিন্তু আ’লীগের নেতা-কর্মীরা দেশের শতশত কোটি টাকা লুটপাট করে কানাডার বেগম পাড়ায় বাড়ি করছে। এমন ভাবে একটি দেশ চলতে দেয়া যায় না।
দেশের মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপির নেতা-কর্মীরা রাজপথে মরতে প্রস্তুত। আর এ অধিকার আদায়ের জন্য আন্দোলনের মাধ্যমে এদেশে তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার ব্যবস্থা কায়েম করতে হবে। দেশে তত্ত্বাবধায়কের অধীনে ছাড়া আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না।
২ সেপ্টেম্বর, শনিবার সকালে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বর্ষিকী উপলক্ষ্যে জেলার নাজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন আ’লীগ সরকার দেশের সাধারণ মানুষের ভোটাধীকার কেড়ে নিয়েছে। মানুষের ভোটাধীকার ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন। তাই আ’লীগ তারেক রহমানকে ভয় পেয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও এককভাবে বিচার করে তাকে সাজা দিয়ে নির্বাচনের অযোগ্য করতে চাচ্ছে। আ’লীগের এমন বিচার এদেশের মানুষ মেনে নিবে না। আজ দেশের মানুষের অধিকার আদায়ে তারেক রহমানের অবদান বিশ্বের কাছে প্রশংসা কুড়িয়েছে।
তারেক রহমানের পিতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন শান্তিপ্রিয় নেতা। তিনি বাকশালকে কবর দিয়ে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেশের জন্য জীবন দিয়েছেন। তারই উদ্যোগে ইরাক-ইরানের যুদ্ধ বন্ধ হয়েছিলো’।
নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শাফিক, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ লিলন, সাবেক আহ্বায়ক মাজেদুল কবীর রাসেল, বর্তমান আহ্বায়ক এইচ এম শামীম হাসান প্রমুখ।
বিবার্তা/তাওহিদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]