হাতিয়ায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৬
হাতিয়ায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


১ সেপ্টেম্বর, শুক্রবার দুপুর ৩টায় হাতিয়া উপজেলা বিএনপি’র সেক্রেটারি তানভীর উদ্দিন রাজীবের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তমরদ্দি ইউনিয়ন বিএনপি সভাপতি তানভীর হায়দার তান্না, হরনী ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান দোলন, সোনাদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মো. আলী, জাহাজমার ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমান শাহারাজ, নলচিরা ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল আমিন।


অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা রফিক উদ্দিন, মাইনুদ্দিন মোল্লা, শওকত ওসমান রাসেল, উপজেলা যুবদল সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, পৌরসভা যুবদল সদস্য সচিব মোসলেহ উদ্দিন, যুবদল নেতা জিএস পারভেজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপি সিনি. যুগ্ম সম্পাদক আশিক ইকবাল।


আলোচনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজিব বলেন, দেশের মানুষ আজ মুক্তি চায়, এ প্রশ্নে কোন আপস করব না। যতই হুমকি মামলা নির্যাতন যাই হোক। মুক্তির সংগ্রামে নাম লিখেছি আমরা সবাই। দেশের মানুষকে জালিম সরকারের শোষণ থেকে মুক্ত করতে হবে। এই মুক্তির সংগ্রামে জীবন দিতে হলেও তাও দিব। আজ বিশ্ব নেতারা আমাদের মত তারাও বুঝে গেছে। আল্লাহর উপর ভরসা রাখুন সবাই।


তিনি আরো বলেন, দলের সবাইকে বলছি কোন গ্রুপিং নই। আমি তারেক রহমানের নির্দেশে হাতিয়া উপজেলা বিএনপিকে আরো শক্তিশালী করতে সবার একসাথে কাজ করা আহ্বান জানান।


এছাড়া নোয়াখালী জেলা বিএনপি’র আয়োজনে দুপুরে মাইজদী শহিদ মিনার সড়কে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।


বিবার্তা/সবুজ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com