শিরোনাম
ভোলায় হর্টিকালচার ও টিস্যু কালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১৭:৪০
ভোলায় হর্টিকালচার ও টিস্যু কালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নে ২৫ একর কৃষি জমিতে ৮৪ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে হর্টিকালচার ও টিস্যু কালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।


৩১ আগস্ট, বৃহস্পতিবার বেলা ১১টায় দিকে উপজেলা শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ হর্টিকালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।


এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ভোলা-৪, চরফ্যাশন ও মনপুরা আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র ভারপ্রাপ্ত মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী। ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান। জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হক, উপজেলা কৃষি অফিসার মো. ওমর ফারুক সহ প্রমুখ।


এছাড়াও চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাশন পৌরসভার মেয়র মোরশেদ সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শাহিন/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com