পঞ্চগড়ে শুরু হচ্ছে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের কার্যর্ক্রম
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১৭:১২
পঞ্চগড়ে শুরু হচ্ছে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের কার্যর্ক্রম
পঞ্চগড় প্রতনিধি
প্রিন্ট অ-অ+

আগামী শনিবার (২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ভাবে শুরু হতে যাচ্ছে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের কার্যর্ক্রম। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যত্রমের উদ্বোধন করবেন।


দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ চা বোর্ড ও জেলা প্রশাসন যৌথভাবে বুধবার (৩০ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।


সভায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় চা বোর্ডের যুগ্ম সচিব নূরুল্লাহ নূরী, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হান্নান শেখ, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল যুবায়েদ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সম্পাদক জামিল চৌধুরী, বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেনসহ চা চাষী, বাগান মালিক, কারখানা মালিক, নিলাম কেন্দ্রর ক্রেতা এবং নিলাম ডাকে স্থানীয় অংশগ্রহনকারী, ব্রোকার হাউসের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।


বক্তারা এসময় নিলাম কেন্দ্রের বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
বর্তমানে পঞ্চগড় জেলা দেশের চা উৎপাদনে দ্বিতীয়। পঞ্চগড়ে নিলাম কেন্দ্র হলে উত্তরাঞ্চলের চা চাষীসহ সংশ্লিষ্ট সকলেই উপকৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


সভায় প্রধান অতিথি চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনালের আশরাফুল ইসলাম উৎপাদিত চায়ের মান বাড়ানোর পাশাপাশি চোরাই পথে চা, ও কাচা চা পাতা বিক্রি বন্ধে মোবাইল কোর্টসহ সরকারের বিভিন্ন দপ্তরকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন।


বিবার্তা/বিপ্লব/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com