সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৪০ কেজি হরিণের মাংস জব্দ
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ১৯:১৮
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৪০ কেজি হরিণের মাংস জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগের সদস্যরা।


২৬ আগস্ট, শনিবার দিবাগত রাতে সুন্দরবনের কাঠেশ্বর টহলফাঁড়ির আওতাধীন হাজির ভারানি নামক স্থান থেকে উক্ত হরিণের মাংস জব্দ করা হয়। তবে, এ সময় বনবিভাগের সদস্যরা কোন চোরা শিকারিকে আটক করতে সক্ষম হননি।


বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন বুড়িগোয়ালিনী সহকারী রেঞ্জ কর্মকর্তা নূর আলমের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সুন্দরবনের কাঠেশ্বর টহলফাঁড়ির আওতাধীন হাজির ভারানি নামক স্থানে রবিবার গভীর রাতে অভিযান চালায়।


এ সময় অভিযানের খবর টের পেয়ে সংঘবদ্ধ চোরা শিকারির দল গহিন সুন্দরবনের ভিতরে পালিয়ে যায়।


তবে, বনবিভাগের সদস্যরা চোরাশিকারীদের ব্যবহৃত নৌকায় তল্লাশি চালিয়ে ৪০ কেজি হরিণের মাংস, মাথা, চামড়া ও হরিণের পাসহ আনুষঙ্গিক বিভিন্ন মালামাল জব্দ করেন।


সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে.এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত চোরা শিকারিদের চিহ্নিত করে তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, জব্দকৃত হরিণের মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।


বিবার্তা/সেলিম/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com