শিরোনাম
শ্রীমঙ্গলে জিম্মি করে লুণ্ঠিত টাকা উদ্ধার, গ্রেফতার ২
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ১৭:০৯
শ্রীমঙ্গলে জিম্মি করে লুণ্ঠিত টাকা উদ্ধার, গ্রেফতার ২
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভাণ্ডারী পাড়ার শহিদ মিয়ার বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটে নেয়া টাকা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।


২৬ আগস্ট, শনিবার দিবাগত গভীর রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়, এস আই আনোয়ার, এস আই সুব্রতসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শাহজাহান মিয়া (৩৫) ও ইকবাল মিয়া (২৮) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত শাহজাহান ও ইকবালের কাছ লুণ্ঠিত টাকার ২০ হাজার টাকা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।


শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গত ২৩ আগস্ট রাতে শ্রীমঙ্গল শহরতলীর উত্তর উত্তরসুর ভান্ডারী পাড়ায় শহীদ মিয়া নামক এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ৮০ হাজার টাকা ও ১ জোড়া স্বর্ণের রিং লুটে নেয় ইকবাল ও শাহজাহান।


পরে থানায় অভিযোগ দিলে লুণ্ঠিত টাকার ২০ হাজার টাকা উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করা হয়। বাকি টাকা ও মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে। গ্রেফতারকৃতদের রবিবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/কাউছার/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com