লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সমাবেশ
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১৯:৫৮
লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সমাবেশ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পরিচিতি সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) দিনব্যাপী লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।


এর আগে সকালে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদে কেন্দ্রীয় কমিটির অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক এ কর্মসূচির উদ্বোধন করেন।


সংগঠনের জেলা কমিটির সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সভাপতি নির্মল রোজারিও এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।


সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মিলন মণ্ডলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য জহর লাল ভৌমিক, যুগ্ম-সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, সাংগঠনিক সম্পাদক শ্যামল পালিত,সহ-সাংগঠনিক গৌতম মজুমদার, মহিলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য, কেন্দ্রীয় সদস্য শৈবাল কান্তি সাহা,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ ও যুব ঐক্যপরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদকও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদে সাংগঠনিক সম্পাদক সমীর কর্মকার,শিপন মজুমদার প্রমুখ।


প্রধান বক্তা রানা দাশগুপ্ত বলেন, সাত দফা দাবি নিয়ে ২ বছর ধরে আমরা লড়াই করে চলেছি। এ দাবিগুলো ১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইসতিহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। চলতি বছরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদেরকে পরিষ্কারভাবেই বলেছি আমাদের দাবিগুলো মেনে নিতে হবে।


বিবার্তা/সুমন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com