বিরামপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত-২
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ২১:২৪
বিরামপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত-২
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের বিরামপুরে ফার্নিচার বোঝায় ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছে। এঘটনায় শিশুসহ আরও ৪ জন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে বিরামপুর রেলক্রসিং (ঘোড়াঘাট রেলগুমটি) এলাকার নুর প্লাজা মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান (৫৬) সে উপজেলা দিওড় বড় বাইশিরা গ্রামের আব্দুল মালেকর ছেলে এবং শিশু সিয়াম (৪) দোশরা পলাশবাড়ি এলাকার সুলতান আলীর ছেলে।


আহতরা হলেন, দিওড় বাইশিরা এলাকার কবির হোসেনের মেয়ে আয়শা সিদ্দিকা (১০) ও ফাতেমা (৩৫), কেরামত আলীর ছেলে আব্দুল মতিন (৫৫) এবং আকবর হোসেনের ছেলে কবির হোসেন (৩৫)।


এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশের উপ-পরিদর্শক তুহিন বাবু জানান, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা ফার্নিচার বোঝায় ট্রাক দিনাজপুর দিকে যাচ্ছিল। একই সময় বিরামপুর দিক থেকে দিওড় বটতলী এলাকায় একই পরিবারের চারজনসহ মোট ৬ জন দাওয়াত খেতে যাচ্ছিল। এসময় নুর প্লাজা মার্কেটের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আব্দুর রহমান নিহত হন। স্থানীয়রা বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পথে সিয়াম (৪) নামের শিশু মারা যায়।


উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহারিয়ার পারভেজ সজল জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে আব্দুর রহমান ঘটনাস্থলে নিহত হয়েছেন। অন্যদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শিশুসহ দুই জন মারা গেছেন। পরিবারের আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক আলমগীর হোসেন ও তার সহযোগী জাকির হোসেনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনে মামলার করার প্রস্ততি চলছে।


বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের পরিবারকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে সহযোগিতা করা হয়েছে।


বিবার্তা/গোলাম রব্বানী/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com