নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ১৩:২০
নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে আকরামুল আলম (৬৫) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। ২৩ আগস্ট,বুধবার রাতে যশোরের ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।


পারিবারিক ভাবে জানা গেছে, ১১ আগস্ট জ্বর নিয়ে নড়াইল সদর হাসপাতালে আসলে তার ডেঙ্গু ধরা পরে। এরপর অবস্থা দ্রুত অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়, সেখানে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অবস্থা আরো খারাপ হলে আইসিইউতে রাখা হয়।


রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন জানান, প্রায় ১০ দিন আগে তার ডেঙ্গু ধরা পরে,অবস্থা খারাপ হলে যশোরে কয়েকদিন আইসিইউতে থাকার পর মারা যান।


নড়াইলের সিভিল সার্জন ডা.সাজেদা বেগম পলিন বলেন, কিছুক্ষণ আগে আমি বিষয়টা জানতে পেরেছি। ডেঙ্গু আক্রান্ত হয়ে এই প্রথম নড়াইলে একজন মারা গেল।


আকরামুল আলম নড়াইল সদরের তুজোরডাঙ্গা গ্রামের শুকুর মোল্যার ছেলে। রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। তিনি নড়াইল পৌর এলাকার ভওয়াখালীতে বসবাস করতেন।


বিবার্তা/শরিফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com