
জামালপুরের ইসলামপুরে এক সাথে চার সন্তানের জন্ম দিয়েছেন খুশি বেগম নামে এক প্রসূতি নারী। বর্তমানে চার সন্তানই জীবিত রয়েছে।
জানা যায়, খুশি বেগম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া গ্রামের দিনমজুর শফিকুল ইসলামের স্ত্রী।
১৫মে, বুধবার সকালে ইসলামপুর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি সেবা নিতে আসলে নরমাল ডেলিভারি মাধ্যমেই তিন পুত্র ও এক কন্যা সহ ওই চার সন্তান জন্ম দেন খুশি।
ইসলামপুর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফ কর্ণারের মিডওয়াইফ লেভার ইনচার্জ শাপলা খাতুন জানান, নরমাল ডেলিভারির মাধ্যমে তিন পুত্র ও এক কন্যা সন্তানসহ চার সন্তান প্রসব করে তিনি। বর্তমানে চার সন্তানই জীবিত রয়েছে। নরমাল ডেলিভারি পর মা ও সন্তানদের উন্নত স্বাস্থ্যসেবার জন্য বুধবার সকালে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বিবার্তা/ওসমান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]