
পিতামাতার উপর অভিমান করে পরিবার থেকে আলাদা হয়েছিলেন চিকিৎসক ছেলে। এমনকি পিতা মাতাকে ভরণপোষণের কোনো খরচ দিত না। চিকিৎসক ছেলে সুজাউদৌলা গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার।
চলতি মাসের ৮ তারিখে ‘চিকিৎসক ছেলের নির্যাতনে ইউএনও অফিসে মায়ের অভিযোগ’ শিরোনাম সহ ভিন্ন ভিন্ন শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে।
মঙ্গলবার (১৫ মে) উভয় পক্ষকে তার কার্যালয়ে ডেকে বিষয়টি মীমাংসা করেন ইউএনও সালমা আক্তার। এসময় ছেলেকে পরিবারে ফিরে পেয়ে পিতা-মাতা দুজনেই অনেক খুশি এবং ছেলে সুজাউদৌলা তার পিতামাতার দায়িত্ব নিতে পেরে আনন্দ প্রকাশ করেন।
উল্লেখ্য, পিতামাতাকে ভরণপোষণ না দিয়ে উল্টো বাড়ি থেকে বিতাড়িত করতে তাদের অপর নির্যাতন করতেন ছেলে। ছেলের নির্যাতন থেকে রক্ষা এবং ভরণপোষণের দাবি জানিয়ে গত ৬ মে সোমবার গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন বৃদ্ধা মা মনিরা বেগম।
বৃদ্ধা মা মনিরা বেগম জানান, গরিব হওয়া সত্ত্বেও ছেলেকে চিকিৎসক বানিয়েছেন। ছেলেকে ডাক্তারি পড়াতে গিয়ে সহায় সম্বল সব হারিয়ে তারা এখন নিঃস্ব। একমাত্র ছেলে হওয়ায় মাথা গোঁজার ঠাঁইটুকুও লিখে দিয়েছেন ছেলের নামেই। সব শেষ তাদের বাড়ি থেকে বের করে দিতে চিকিৎসক ছেলে নিয়মিত শারীরিক মানসিক নির্যাতন শুরু করেছিলেন। ছেলের নির্যাতন সইতে না পেরে প্রতিকার চেয়ে তিনি ইউএনও অফিসে অভিযোগ দিয়েছিলেন।
মা মনিরা বেগম ও পিতা খাইরুল ইসলাম বলেন, ছেলেকে পরিবারে ফিরে পেয়ে তারা অনেক খুশি। ছেলে-মেয়েকে নিয়ে একত্রে তারা যেন বাকিটা দিন পার করতে পারে সেই দোয়াও চেয়েছেন সবার কাছে। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
চিকিৎসক ছেলে সুজাউদ্দৌলা বলেন, আমি নিয়মিত আমার পিতামাতার খেয়াল রাখব। তাদের সাথে একত্রে বসবাস করব এবং পিতামাতাকে প্রতি মাসে হাত খরচ বাবদ ৮ হাজার টাকা দিব। সব অতীত ভুলে দীর্ঘদিন পরে পিতামাতার সাথে মিলিত হতে পেরে অনেক আনন্দিত। সকলের প্রতি দোয়া চেয়েছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, সুজাউদৌলার বিরুদ্ধে তার মায়ের অভিযোগ পাওয়ার পর তাদেরকে কার্যালয়ে ডেকে বিষয়টি সুরাহা করা হয়েছে এবং পিতামাতার সকল দায়িত্ব ছেলে সুজাউদৌলার উপর দেওয়া হয়েছে। সবশেষ তার পক্ষ থেকে সবাইকে মিষ্টি মুখ করিয়ে তাদের বাড়ি পাঠানো হয়েছে।
বিবার্তা/জনি/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]