ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ২১:০৭
ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


শনিবার, ১৯ আগস্ট বিকেল ৫টায় বিয়াম ফাউন্ডেশনের ইস্কাটন মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশন, ঢাকার মহাপরিচালক (অতিরিক্ত সচিব), মো. মাহবুব উল-আলম,ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, ঢাকার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, পিপিএম (বার)। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতি, দেশের প্রতি তাঁদের আত্মদানে স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মতবিনিময় সভা আয়োজন করার আহ্বান জানাই। এছাড়াও তিনি ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন।


সভাপতির বক্তব্যে ঢাকার জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০০৯ সালে আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন আজ অর্জিত হয়েছে। তিনি আমাদের নতুন স্বপ্ন দেখিয়েছেন ২০৪১ এর উন্নত স্বপ্নের সোনার বাংলার। তবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তিরা এখনো আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করবার নিরন্তর অপপ্রয়াসে লিপ্ত। এই অপশক্তির চক্রান্ত থেকে জাতিকে সাবধান হতে হবে। শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো অগ্রযাত্রার পথে।


আলোচনা সভা শেষে ১৫ আগস্ট ১৯৭৫ সনে শাহাদাৎ বরণকারী সকলের আত্মার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সভায় জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী, জেলার অন্যান্য দফতরের দফতর প্রধানগণ, ঢাকা জেলার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাসেল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com