বাঁকখালীর তীরে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ আটক ১
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ১৯:৫৯
বাঁকখালীর তীরে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ আটক ১
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজার সদরে বাঁকখালী নদীর তীরে অভিযান চালিয়ে ‘সাগরপথে পাচার হয়ে আসা’ এক লাখ ৪০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব ১৫। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি ফিশিং ট্রলার জব্দ করা হয়েছে।


১৬ আগস্ট, বুধবার ভোরে কক্সবাজার উপজেলার খুরুশকূল আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন বাঁকখালী নদীর তীরে এ অভিযান চালানো হয় বলে জানান র‍্যাব- ১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।


আটক মাহমুদুল হক (৫৩) কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকার মৃত মোহাম্মদ ছিদ্দিকের ছেলে।


মেজর সাদিকুল বলেন, ভোরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন বাঁকখালী নদীর তীরে সাগরপথে পাচার হয়ে মাদকের বড় একটি চালান লেনদেনের কতিপয় লোকজন অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ফিশিং ট্রলার ও নদীর তীরে অবস্থানকারি মাদক কারবারিরা দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তির স্বীকারোক্তি মতে, তার দেহ ও দুইটি ফিশিং ট্রলারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ১ লাখ ৪০ হাজার ইয়াবা।


র‌্যাবের এই কর্মকর্তা জানান, আটক ব্যক্তি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। চক্রটি সাগরপথে দীর্ঘদিন ধরে মাদকের চালান পাচার করে এনে নিজেদের হেফাজতে মজুদ রাখত। পরে সুবিধাজনক সময়ে কক্সবাজার শহরসহ দেশের বিভিন্ন স্থানে মাদকের এসব চালান সরবরাহ করতো।


বুধবার দুপুরে আটক ব্যক্তির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান, মেজর সৈয়দ সাদিকুল হক।


বিবার্তা/ফরহাদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com