নরসিংদীর রায়পুরায় অস্ত্রসহ একজন গ্রেফতার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ১৮:৪১
নরসিংদীর রায়পুরায় অস্ত্রসহ একজন গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর রায়পুরায় একটি ওয়ান শুটার গান ও ৪৬ রাউন্ড কার্তুজসহ মো. আতিক হাসান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।


১২ আগস্ট, শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন। এর আগে শুক্রবার সন্ধ্যায় রায়পুরা থানার বীরকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মো. আতিক হাসান রায়পুরা উপজেলার বীরকান্দি মধ্যপাড়া এলাকার মো. জামাল মিয়ার ছেলে।


অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলা পুলিশের চলমান অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় রায়পুরা থানার বীরকান্দি গ্রামের ১০নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ৪৬ রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে শুক্রবার রাতে রায়পুরা থানার বীরকান্দি পশ্চিমপাড়া গ্রামের মো. কাদের খানের বাড়ীর পাশে জঙ্গলের ভিতর হতে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/কামাল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com