পলাশবাড়ীতে অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের মালিকদের মানববন্ধন
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ২০:২৩
পলাশবাড়ীতে অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের মালিকদের মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবিতে ভূক্তভোগী জমির মালিকদের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


৯ আগস্ট, বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ টাউন হলের সামনে পৌরশহরের গৃধারীপুর, নুনিয়াগাড়ী, জামালপুর, হরিণমারী ও বৈরী হরিণমারী মৌজার ক্ষতিগ্রস্ত জমির মালিকরা এ মানববন্ধনের আয়োজন করেন।


ক্ষতিগ্রস্ত জমির মালিকরা জানান, সাসেক হাটিকুমরুল-রংপুর মহাসড়ক উন্নিতকরণ প্রকল্পে জমি অধিগ্রহণে পলাশবাড়ী পৌরশহরের গৃধারীপুর, নুনিয়াগাড়ী, জামালপুর, হরিণমারী, বৈরী হরিণমারী মৌজায় ভূমি অধিগ্রহণে জমির বাস্তব মূল্যের চেয়ে আকাশ-পাতাল কমবেশি দেখান হয়েছে। সেই সঙ্গে একই মৌজার জমির মূল্য দুই রকম করা হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত ভূক্তভোগী জমির মালিকরা জমির ন্যায্য মূল্যের দাবিতে এ মানববন্ধন করতে বাধ্য হয়েছে।


পলাশবাড়ী উপজেলা কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল উপস্থিত থাকায় ওইসব ক্ষতিগ্রস্ত জমির মালিকরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণপূর্বক প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ভূক্তভোগী ক্ষতিগ্রস্ত জমির মালিকরা পুনরায় তদন্ত সাপেক্ষে অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্য নির্ধারণের জোড় দাবি জানান।


এসময় জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ভূক্তভোগী ক্ষতিগ্রস্ত জমির মালিকদের কথা শুনেন এবং আগামী রবিবারের মধ্যে লিখিত আকারে আবেদন করার পরামর্শ দেন। তিনি আন্তরিকতার সাথে বিষয়টি দেখবেন বলে জমির মালিকদের আশ্বস্ত করেন।


বিবার্তা/খালেক/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com