কুষ্টিয়ায় অস্ত্র মামলায় চরমপন্থী সন্ত্রাসীর ১৪ বছরের কারাদণ্ড
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০১:৫৩
কুষ্টিয়ায় অস্ত্র মামলায় চরমপন্থী সন্ত্রাসীর ১৪ বছরের কারাদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় সৈয়দ নূরে আলম ওরফে তারা বাবু (৪৪) নামে একজন চরমপন্থী সন্ত্রাসীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।


৮ আগস্ট, মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্ত তারা বাবু কুষ্টিয়া শহরের ১৮/১ এস সি সাহা লেন থানাপাড়ার মৃত সৈয়দ আবুল কাশেমের ছেলে। রায় ঘোষণার পর কঠোর পাহারায় তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।


মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৩ অক্টোবর পলাতক শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী গণমুক্তি ফৌজের প্রধান আমিনুল ইসলাম ওরফে মুকুলের সেকেন্ড ইন কমান্ড একাধিক হত্যা মামলার আসামী সৈয়দ নুরে আলম ওরফে তারা বাবু ঢাকা মেট্রোপলিটনের আদাবর রিং রোড এলাকায় তার সহযোগি সন্ত্রাসীদের নিয়ে কুষ্টিয়ার টেন্ডারবাজি নিয়ন্ত্রণ, ইউপি নির্বাচনে নাশকতার পরিকল্পনা ও ঠিকাদারদের নিকট থেকে চাঁদা আদায় সংক্রান্ত গোপন বৈঠক ও পরিকল্পনা করে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে তারা বাবুকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কুষ্টিয়া শহরের নিজ বাড়ি থেকে আগ্নোয়াস্ত্র এসএমসি, একনলা বন্দুক, পিস্তল, রিভলভারসহ ২০ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।


মামলার তদন্তকারী কর্মকর্তা নিশিকান্ত সরকার তদন্ত শেষ করে ২০২১ সালের ১৪ নভেম্বর অভিযুক্ত তারা বাবু বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন।


বিবার্তা/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com