চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা, সরানো হলো ৮০০ পরিবারকে
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ২১:৫৯
চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা, সরানো হলো ৮০০ পরিবারকে
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর আকবরশাহের পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাস করা ৮০০ পরিবারকে সরিয়ে দেয়া হয়েছে।


৬ আগস্ট, রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।


তিনি বলেন, আকবরশাহ এলাকার বিজয় নগর, ঝিল-১,২,৩, শান্তিনগর, বেলতলীঘোনানা থেকে এখন পর্যন্ত ৫০০ পরিবারকে সরানো হয়েছে। তাছাড়া মতিঝর্ণা থেকে ৩০০ পরিবার সরানো হয়। এখন পযর্ন্ত মোট ৮০০ পরিবারকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তাদেরকে দুপুরের খাবার দেয়া হয়েছে।


পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আমরা মাইংকি করে সতর্ক করেছি। মহানগরে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা আছে বলে জানান তিনি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com