কুতুবদিয়ার ৭ ফিশিংবোট ডুবি: উদ্ধার ৪৭ মাঝিমাল্লা
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ২০:৩১
কুতুবদিয়ার ৭ ফিশিংবোট ডুবি: উদ্ধার ৪৭ মাঝিমাল্লা
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাগরে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে কুতুবদিয়ার অন্তত ৭টি ফিশিংবোট দুর্ঘটনার শিকার হয়েছে।


২ আগস্ট, বুধবার ওইসব বোটের ১২জন মাঝিমাল্লাকে নোয়াখালীর ভাসানচর এলাকা হতে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ পর্যন্ত দু’টি বোট তীরে ফিরলেও বাকি ৫টি ফিশিংবোটের এখনো হদিস মিলেনি।


১ আগস্ট, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাগরে বৈরী আবহাওয়ায় ডুবে যাওয়া বোটের মালিক হলেন বড়ঘোপ অমজাখালী গ্রামের খোরশেদ আলম, মোক্তার হোসেন, গিয়াস উদ্দিন ও দেলোয়ার হোসেন।


দক্ষিণ ধুরুং বাতিঘর পাড়ার সাইফুল ইসলাম প্রকাশ গুন্নু মাঝির বোটটি মহিপুর এলাকায় ডুবে গেলে দক্ষিণ সহায়তায় জেলেরা মহিপুর উপকূলে উঠে পড়ে।


একই এলাকার মাহমুদ উল্লাহর ১টি ফিশিংবোট চট্টগ্রাম কর্ণফুলীর মোহনায় বাঁধের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এদিকে ভাসানচরে কোস্ট ফাউন্ডেশনে কর্মরত কুতুবদিয়ার সন্তান আবদুর রশিদ জানান, উপজেলার ইকবাল মাঝি, গিয়াস উদ্দিন ও পেকুয়া উপজেলার ১০জনসহ ১২ জন মাঝিমাল্লা নোয়াখালীর ভাসানচরে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


৭টি ফিশিংবোট দুর্ঘটনার খবর জানান কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ ও ধুরুং ফিশিংবোট মালিক সমিতির সভাপতি আরিফ মোশাররফ। অন্য বোটের সহায়তায় প্রায় ৩৫ জন জেলে তীরে ফিরলেও বোটগুলো এখনো নিখোঁজ বলে তারা জানিয়েছেন। বোট ডুবির খবর পেলেও হতাহতের কোন খবর নেই বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সাকিব।


বিবার্তা/কুতুবী/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com