ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১৫:৪৩
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার হারিয়ে যাওয়া লাঠি খেলা। ঢাক, ঢোলের তালে আর সানাইয়ের সুরে সুরে আক্রমণ ও আত্মরক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন এবং অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখে মুগ্ধ দর্শকরা। যেন আবারো নতুন করে জেগে উঠেছে গ্রামীণ জনপদের এ খেলাগুলো। এদিকে লাঠিখেলা উপভোগ করতে বিপুল সংখ্যক নারী, পুরুষসহ বিভিন্ন বয়সীদের ঢল নামে।


আয়োজকরা জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে টিকে থাকবে হারিয়ে যাওয়া এই লাঠিখেলা। খোলা মাঠের চারদিকে হাজারো মানুষের উপস্থিতি বলে দিচ্ছে গ্রামীণ জনপদে আজও হৃদয়ে আনন্দের দোলা দিয়ে যায় ঐতিহ্যবাহী লাঠিখেলা।


সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামে ঐতিহ্যবাহী লাঠিখেলাকে পুনরুজ্জীবিত করতে স্থানীয় যুবকবৃন্দ ও সমাজকর্মী বেলায়েত হোসেন এর উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে ১৫ জন লাঠিয়াল খেলোয়াড় অংশগ্রহণ করেন।


খেলা দেখতে আসা দর্শকরা জানান, এক সময় লাঠিখেলা, দাড়িয়াবান্ধা, গোল্লাছুট, হাডুডুসহ গ্রামীণ খেলা মানুষের মনের আনন্দের খোরাক ছিল। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এখন এসব হারানোর পথে। বহু বছর পর হারিয়ে যাওয়া লাঠিখেলা দেখতে পাওয়া অনেক আনন্দের। প্রতি বছর এমন আয়োজনের দাবি তাদের।


আয়োজকরা আরও জানান, বিলুপ্তির পথে থাকা লাঠিখেলাকে পুনরুজ্জীবিত করতে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে তাদের এই উদ্যোগ নেয়া। লাঠিখেলার প্রতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে পারলে বাঙালির চিরাচরিত সংস্কৃতির অংশ লাঠিখেলা অনন্তকাল টিকে থাকবে বলে মনে করেন আয়োজকরা।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com