ব্রাহ্মণবাড়িয়ায় হলি ল্যাব হাসপাতালকে ১ লক্ষ টাকা জরিমানা
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ১৮:৩৩
ব্রাহ্মণবাড়িয়ায় হলি ল্যাব হাসপাতালকে ১ লক্ষ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অব্যবস্থপনার দায়ে হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে হাসপাতালের অপারেশন থিয়েটারে মেয়াদোর্ত্তীন ঔষধ ও উন্মুক্ত অবস্থায় মেডিকেল বর্জ্য ফেলে রাখার দায়ে এ জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমশিনার ও নির্বাহী ম্যাজস্ট্রিটে ফয়সাল আহমদে। অভিযান শেষে তিনি জানান, হাসপাতালের অপারশেন থিয়েটারে মেয়াদোর্ত্তীন ঔষুধ এবং উন্মুক্ত অবস্থায় মেডিকেল বর্জ্য পাওয়া গেছে। পাশাপাশি সাধারণ ওয়ার্ডে পর্যাপ্ত ভেন্টিলেশন/আলো বাতাসের ব্যবস্থা নেই এবং দক্ষ ডিপ্লোমা নার্স পাওয়া যায়নি। এসকল অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৫৩ ধারায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।


অভিযানের সময় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মেডিকেল অফিসার (হাসপাতাল ও ক্লিনিক) আশরাফুর রহমান হিমেল এবং জেলা ঔষুধ তত্ত্বাবধায়ক মো. শাহজালাল ভূঁইয়া উপস্থিত ছিলেন।


বিবার্তা/আকন্ঞ্জি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com