হিলিতে সবজিতে স্বস্তি, ফের বাড়ল রসুন-আদার দাম
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ১৮:২৪
হিলিতে সবজিতে স্বস্তি, ফের বাড়ল রসুন-আদার দাম
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে সব ধরনের সবজিতে স্বস্তি মিললেও ফের বাড়তে শুরু করছে রসুন ও আদায় দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ থেকে ৬০ টাকা বেড়েছে। এদিকে সবজির দাম কমায় খুশি ক্রেতাসাধারণ। সবজির পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যের দাম কমানোর দাবিও জানান তারা। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির দাম কমতে শুরু করছে।


১ আগস্ট, মঙ্গলবার হিলি বাজার ঘুরে দেখা যায়,গত সপ্তাহে মানভেদে যে বেগুন ও ঢেঁড়স ৪০-৩০ টাকা দরে কেজি বিক্রি হয়েছে তা এখন অর্ধেকে নেমে এসেছে অর্র্থ্যাৎ ২৫-২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে,পটল কেজিতে ৪০ টাকা কেজিতে বিক্রি হলেও তা এখন ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, করলা ১৬০ টাকা থেকে কমে ৮০ টাকা, বরবটি ৬০ টাকা থেকে কমে ৪০ টাকা, শসা ৪০ টাকা থেকে কমে ৩৫ টাকা, ঝিঙ্গে ৪০ টাকা থেকে ২৫ টাকা, কচুর লতি ৬০ থেকে কমে ৫০ টাক টাকায় বিক্রি হচ্ছে।


এছাড়াও কাকরুল ৬০ টাকা থেকে কমে তা এখন ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে শীতকালীন সবজি বাঁধাকপি ও ফুলকপি পাওয়া গেলেও তা চড়া দামে বিক্রি হচ্ছে। এদিকে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমে এসেছে অর্র্থ্যাৎ ১০০-৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।


অপরদিকে গত সপ্তাহে রসুন ১৬০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হলেও আজ ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রসুন কেজিতে বেড়েছে ৬০ টাকা। এদিকে আদা ১৬০ থেকে ১৮০ টাকা বিক্রি হলেও আজ ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা কেজিতে ৪০ টাকা বেড়েছে।


বিবার্তা/রব্বানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com