সিরাজগঞ্জে ঋণখেলাপি গ্রাহক গ্রেফতার
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১৮:২৮
সিরাজগঞ্জে ঋণখেলাপি গ্রাহক গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুলে অবস্থিত স্ট্যান্ডার্ড ব্যাংকের ঋণখেলাপির দায়ে মাহমুদ রাসেল কবির (সোহাগ) ৩৪ নামে এক গ্রাহককে আটক করেছে পুলিশ।


৩০ জুলাই, রবিবার দুপুরে হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।


ব্যাংক সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ওয়াবদাবাধ এলাকার মঞ্জুর রহমানের ছেলে মাহমুদ রাসেল কবির (সোহাগ) ২০১৭ সালে স্ট্যান্ডার্ড হাটিকুমরুল শাখা থেকে ২০ লাখ টাকা ঋণ গ্রহণ করে। ২০১৯ সালে ঋণটি পরিশোধ না করে আত্মগোপনে চলে যান তিনি।


ঋণটি নিয়মিত পরিশোধ না করায় ২০২০ সালে অর্থঋণ আদালতে মামলা দায়ের করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ না করায় ২০২২ এ মামলার রায় হয়।


এরই পরিপ্রেক্ষিতে আসামি মাহমুদ রাসেল কবির (সোহাগ) এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়।


স্ট্যান্ডার্ড ব্যাংক হাটিকুমরুল শাখার ম্যানেজার এসএম সাইদুর রহমান বলেন, ঋণ পরিশোধ করতে বার বার তাগিদ দিলেও এ ব্যাপারে তিনি কোন গুরুত্ব দেননি।


তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান,অর্থঋণ আদালতের মামলায় সাজাপ্রাপ্ত আসামি মাহমুদ রাসেল কবির (সোহাগ) কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/কাইয়ুম/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com