নাফ নদীতে ধরা পড়ল ২৭ কেজি ওজনের কোরাল মাছ
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ২০:৪৫
নাফ নদীতে ধরা পড়ল ২৭ কেজি ওজনের কোরাল মাছ
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজার টেকনাফ উপজেলায় নাফ নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ২৭ কেজি ওজনের একটি রুপালি কোরাল মাছ।


২৯ জুলাই, শনিবার ভরদুপুরে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া ট্রানজিট জেটিঘাটে মাছটি ধরা পড়ে স্থানীয় জেলে মোহাম্মদ কাদেরের বড়শিতে।


মোহাম্মদ কাদের মাছটি পেয়ে মহা খুশি। টেকনাফ পৌরসভা বাসস্টেশনের মাছ বাজারে ২৫ হাজার টাকায় মাছটি বিক্রি করে টেকনাফ সদর ইউনিয়ন হাজম পাড়ার মাছ ব্যবসায়ী শাহ জালালের কাছে।


জেলে কাদের জানায়, জেটি ঘাটে প্রতিদিনের মত আজও সকাল ১১টায় নাফ নদীতে বড়শি ফেলেন। দীর্ঘ ৪ঘণ্টা পর দুপুর ২টার দিকে বড়শিতে ধরা পড়ে এই মাছটি।


মাছ ব্যবসায়ী জালাল ২৭ কেজি ওজনের মাছটি ২৫ হাজার টাকায় কিনে প্রতি কেজি ১হাজার ৫শত টাকা দরে বিক্রির দাম হাঁকিয়েছেন।


সে জানায়, ভালো দাম পাওয়ার আশায় মাছটি কেটে দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি করতে চান জালাল। নাফ নদীর মাছ খেতে সুস্বাদু হওয়ায় আশানুরূপ দাম পাবে বলে মনে করছেন তিনি।


স্থানীয়রা জানান, মাদক পাচার রোধে ২০১৭ সালের এপ্রিল থেকে নাফ নদীতে মাছ ধরা বন্ধ রেখেছে উপজেলা প্রশাসন। তখন থেকে নাফ নদী নির্ভর জেলেদের মাছ ধরার নৌকা ও জাল নষ্ট সহ নানাবিধ লোকসানে অতি কষ্টে দিন যাপন করছে জেলেরা। অন্যদিকে বিখ্যাত এই নাফ নদীর সুস্বাদু মাছ খাওয়া থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয়রা।


টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীর এই কোরাল মাছ সাধারণত ৩০-৩৫ কেজি ওজনও হয়ে থাকে। মাছের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে এমন বড় কোরাল পাওয়া যাচ্ছে।


বিবার্তা/পুণ্য বর্ধন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com