টাঙ্গাইলে সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১৮:১২
টাঙ্গাইলে সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ইন্টার নিউজের সহযোগিতায় সিসিডি বাংলাদেশের এর বাস্তবায়নে টাঙ্গাইলে কর্মরত ১০জন সাংবাদিককে নিয়ে নলেজ শেয়ারিং অব ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


২৫ জুলাই, মঙ্গলবার দিনব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাবের শাহীন স্মৃতি পাঠাগারে এ কর্মশালার আয়োজন করা হয়।


কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো.নাছির উদ্দিন, ক্রীড়া সম্পাদক মাসুদুল আলম মাসুদ ও শাহাবুদ্দিন মানিক।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা সঠিক সংবাদ প্রকাশে আরও দায়িত্বশীল হবেন। তিনি সব ধরনের প্রশিক্ষণে সাংবাদিকদের মনোযোগী হওয়ার আহ্বান জানান। এছাড়াও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।


অনুষ্ঠানে গুজব, ফেইক নিউজ ও ভুল তথ্য নিয়ে আলোচনা করেন বিজয় টিভি ও দৈনিক কালবেলার টাঙ্গাইল প্রতিনিধি মো. আবু জুবায়ের উজ্জ্বল।


প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা হলেন মো. মামুনুর রহমান, মো.শামীম আল মামুন, আশিকুর রহমান পলাশ, রেজাউল করিম, মোল্যা তোফাজ্জল হোসেন, ইমরুল হাসান বাবু, মো.আবু কাউছার আহমেদ, মো. হাসান সিকদার, শোভন দাস ও জুয়েল হিমু।


বিবার্তা/ইমরুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com