কিশোর গ্যাংয়ের হামলার শিকার নোবিপ্রবির তিন শিক্ষার্থী
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০২:২৪
কিশোর গ্যাংয়ের হামলার শিকার নোবিপ্রবির তিন শিক্ষার্থী
নোবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাইজদীতে স্থানীয় কিশোর গ্যাংয়ের হামলায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিন শিক্ষার্থী আহত হয়েছেন।


শনিবার (২২ জুলাই) রাত আনুমানিক ৮ টার দিকে নোয়াখালীর জেলা শহর মাইজদী বালুরমাঠ এলাকায় বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার সময় স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের হামলার শিকার হন নোবিপ্রবির অর্থনীতি বিভাগের ২০২১-২২ সেশনের তিন শিক্ষার্থী।


ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, মাইজদী বালুরমাঠ এলাকায় তিন বন্ধু আড্ডা দেওয়ার সময় হঠাৎ ১৫-১৭ বছর বয়সের এক কিশোর এসে এক বন্ধুর উপর চড়াও হয়ে ফোন ছিনতাইয়ের চেষ্টা করে।


এসময়ে ঐ শিক্ষার্থীর সঙ্গে থাকা অপর দুই বন্ধু বাধা দেওয়ার চেষ্টা করে। এসময় আরো অন্তত ১০ থেকে ১৫ জন কিশোর গ্যাংয়ের সদস্য এসে তাদের পর অতর্কিত হামলা চালায়। তাদের মারধর করে।


হামলাকারীদের অধিকাংশের বয়স ১৫-১৭ বছরে মধ্যে বলে জানান ভুক্তভোগী শিক্ষার্থীরা।


এ বিষয়ে নোবিপ্রবির (ভারপ্রাপ্ত) প্রক্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসাইনের সাথে কথা বললে তিনি জানান, “ভুক্তভোগী শিক্ষার্থীরা স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করুক। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে সহযোগিতা করবে।”


বিবার্তা/সুমন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com