কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ দোকানে জরিমানা
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১৬:২৬
কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ দোকানে জরিমানা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়।


১৯ জুলাই, বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী থানা পুলিশ তাদের সহযোগিতা করে।


জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালীর উপজেলার বাসষ্ট্যান্ড, চৌরাস্তা, বেকুটিয়া ব্রীজ (নতুন বাজার) এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।


অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে বাসষ্ট্যান্ড রোডে বিসমিল্লাহ বেকারীকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা, পঁচা, বাসি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির অপরাধে চৌরাস্তা এলাকায় এম.জি চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কফি হাউজকে ৩ হাজার টাকা, বেকুটিয়া ব্রীজ সংলগ্ন ক্যাফে সুপার বার্গার হাউজকে ৩ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে আল-আমিন স্টোরকে পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে ।


বিবার্তা/রবিন/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com