শেরপুরে ১৫০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ২১:৩৫
শেরপুরে ১৫০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতীতে উন্মুক্ত জলাশয় ও বিলে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।


১৬ জুলাই, রবিবার বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর।


উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাছিমারা ধলী বিল এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১ হাজার ৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জাল জব্দ করা হয়। সংবাদ পাওয়ায় জেলেরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।


এ অভিযানে ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ আদালতকে সহযোগিতা করেন।


এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/মনির/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com