ব্রাহ্মণবাড়িয়ায় কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে অভিযান
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১৫:৩৬
ব্রাহ্মণবাড়িয়ায় কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে অভিযান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


৩ জুলাই, সোমবার দুপুরে শহরের কাউতলী বাজারে অভিযান চালিয়ে ৪ দোকানিকে জরিমানা করা হয়।


জেলা ভোক্তা অধিকারে সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, কাঁচামরিচ বিক্রেতাদের কাছে ক্রয় রশিদ না থাকায় এবং খুচরা পর্যায়ে বিক্রির সময় রশিদ দেয়ার বাধ্যবাধকতা না থাকার সুযোগকে কাজে লাগিয়ে অনেক ব্যবসায়ী বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।


অনেকেই মূল্যতালিকা প্রকাশ করছেন না। ক্রয় রশিদ না থাকা এবং মূল্য তালিকা না থাকার দায়ে সততা বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা, মা-বাবার দোয়া আড়ৎকে ১ হাজার, জালু মিয়ার সবজির দোকানকে ১ হাজার ও সমুন মিয়ার সবজির আড়ৎকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।


তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।


প্রসঙ্গত, গেল কয়েকদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন কাঁচা বাজারে কাচা মরিচের দাম ৭শ থেকে ৮শ টাকা পর্যন্ত বিক্রি হয়ে আসছিল।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com