চিলমারীতে সাঁতরে খাল পার হতে গিয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১৯:১২
চিলমারীতে সাঁতরে খাল পার হতে গিয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষক
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারীতে ঈদ উপলক্ষে জোড়গাছ বাজারে হাট করার উদ্দেশ্যে খেয়া ঘাট পর্যন্ত যেতে ব্রহ্মপুত্র নদের শাখা নদ সাঁতরে পাড় হতে গিয়ে নদে ডুবে এক বর্গা চাষি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। তবে এখন পর্যন্ত খোঁজ মেলেনি নিখোঁজ ব্যক্তির।


বুধবার সকাল ৮টার দিকে উপজেলা চিলমারী ইউনিয়নের শাখাহাতী এলাকায় ব্রহ্মপুত্র নদের শাখা নদে এঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ রফিকুল ইসলাম নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ ব্যক্তির নাম নুর ইসলাম (৬০)। তিনি ওই ইউনিয়নের শাখাহাতী এলাকার মৃত. মোহর মিস্ত্রির ছেলে। পেশায় একজন বর্গা চাষি। তবে তিনি বসবাস করতে ওই ইউনিয়নের মানুষমারা চরে। সেখানে অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন।


স্থানীয় ও নিখোঁজ ব্যক্তির স্বজনরা বলছেন, আজ সকালে রমনা ইউনিয়নের জোড়গাছ বাজারে হাট করার উদ্দেশে চিলমারী ইউনিয়নের মানুষমারা চর থেকে ওই ইউনিয়নের শাখাহাতীতে খেয়া ঘাটে নৌকার জন্য যাওয়ার পথে শাখাহাতী চরের পাশে ছোট একটি শাখানদ সাঁতরে পাড় হতে গিয়ে নদে ডুবে নিখোঁজ হন নুর ইসলাম। নিখোঁজ ব্যক্তির সাথে বাবলু নামে অপর একজন ব্যক্তিও ছিলেন তবে তিনি শাখানদের অপর প্রান্তে দাঁড়িয়ে ছিলেন। এরপর বাবুল মিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন উদ্ধারের জন্য।


বাবলু মিয়ার বরাত দিয়ে শাখাহাতী এলাকার মাইদুল ইসলাম জানান, সকালে ব্রহ্মপুত্রের শাখানদ সাঁতরে কিনারার কাছে গিয়ে পানিতে ডুবে যান তিনি। পরে বাবলু মিয়ার চিৎকার শুনে নৌকা নিয়ে শাখানদ পাড় হয়ে কিনারায় আসলে নিখোঁজ ব্যক্তির সাথে থাকা একটি ব্যাগটি পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি। চিলমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য আলহাজ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। স্থানীয়রা উদ্ধার কাজ পরিচালনা করছেন। এখন পর্যন্ত নিখোঁজ নুর ইসলামের খোঁজ মেলেনি।


বিবার্তা/রাফি/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com