ব্রাহ্মণবাড়িয়ায় সুবর্ণ এক্সপ্রেসের ২ বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১৫:৫৯
ব্রাহ্মণবাড়িয়ায় সুবর্ণ এক্সপ্রেসের ২ বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত অবস্থায় ঢাকাগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে অল্পের জন্যে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ট্রেনযাত্রীরা।


২৭ জুন, মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন পার হওয়ার পর ওই ট্রেনের দুটি বগির সংযোগস্থলের যন্ত্র ভেঙে খসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে মেরামত শেষে বেলা পৌনে ১২টার দিকে ট্রেনটি ঢাকার দিকে ছেড়ে যায়। এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সূত্র জানায়, ট্রেনের ১৩১০ ও ১৩০৫ নম্বর বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে যায়। পেছনের দিকের ওই দুটি বগির সংযোগস্থলের যন্ত্র ভেঙে খসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে জংশনের টিএক্সআর কার্যালয়ে দায়িত্বরতরা বগি দুটি সংযোগ করলে টেনটি ঢাকার দিকে ছেড়ে যায়।


এ বিষয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উপসহকারী প্রকৌশলী (হেড টিএক্সআর) মো. শামীম আহমেদ জানান, ট্রেনের দুই বগির মাঝখানের সংযোগ যন্ত্র ভেঙে যায়। মেরামত করতে ২০ মিনিটের মতো সময় লেগেছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com