প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রের মহড়া দেয়া সেই তুহিন গ্রেফতার
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০০:৩৬
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রের মহড়া দেয়া সেই তুহিন গ্রেফতার
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রের মহড়ার ঘটনায় আলোচিত সেই অস্ত্রধারী আবুল কালাম আজাদ তুহিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


শনিবার (১৭ জুন) বিকেলে গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম।


এর আগে শুক্রবার (১৬ জুন) দিবাগত মধ্য রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।


গ্রেফতারকৃত তুহিন (৩৩) এসএমপির জালালাবাদ থানাধীন লন্ডনী রোড (বাসা নং- অগ্রণী-১২৭) এলাকার বাসিন্দা নুরুল আলমের ছেলে। তার বিরুদ্ধে মোট ১৮টি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।


গত ৮ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাবের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায় তুহিনকে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আবদুল্লাহ সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন।


এ ঘটনায় এসএমপি এয়ারপোর্ট থানায় মামলা দায়ের হলে আসামীদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ তার গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর একপর্যায়ে শুক্রবার মধ্যরাতে অস্ত্রধারী তুহিনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতাও বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।


বিবার্তা/ফয়সাল/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com